আমাদের সম্পর্কে (About Us):

“উদ্যোক্তা অ্যাক্সিলারেটর” হলো নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তৈরি একটি পূর্ণাঙ্গ ব্র্যান্ডিং, ডিজাইন ও ডিজিটাল সল্যুশন এজেন্সি। আমরা বিশ্বাস করি, প্রতিটি উদ্যোক্তার গল্প অনন্য — আর সেই গল্পই হতে পারে ব্র্যান্ডের শক্তি। আমরা কাজ করি উদ্যোক্তার আইডিয়াকে পেশাদার ব্র্যান্ডে রূপ দিতে — লোগো ডিজাইন থেকে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়া কনটেন্ট, ভিডিও থেকে বিজ্ঞাপন ক্যাম্পেইন — সবকিছু এক ছাতার নিচে।

আমাদের লক্ষ্য শুধু ডিজাইন বা মার্কেটিং সেবা নয়; বরং উদ্যোক্তাকে শেখানো, গাইড করা এবং ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। কোচিং, পরামর্শ ও এক্সিলারেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা উদ্যোক্তাদের সঙ্গে হাঁটি তাদের সাফল্যের পথে — একজন উদ্যোক্তা থেকে একজন ব্র্যান্ড উদ্যোক্তা হওয়ার যাত্রায়।

🎯 আমাদের উদ্দেশ্য (Mission)

উদ্যোক্তাদের আইডিয়াকে শক্তিশালী ব্র্যান্ডে রূপান্তর করে সফলতার পথে এগিয়ে নিতে সর্বাত্মক সাপোর্ট দেওয়া।

🏆 আমাদের লক্ষ্য:

আমরা যেসব ব্যান্ডের সাথে কাজ করেছি